কানাডার জাতীয় নির্বাচনে পারলেন না বাংলাদেশি প্রার্থী
প্রবাস ডেস্ক : কানাডার জাতীয় নির্বাচনে ক্যালগ্যারি সিগনাল হিল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেলেন না একমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থী খালিশ আহমেদ। কনজারভেটিভের রন লিপার্ট জয়ী হয়েছেন।
দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল এনডিপি থেকে মনোনয়ন পেয়েছিলেন খালিশ।
কানাডার নির্বাচনে বিশাল জয় পেয়েছে জাস্টিন ট্রুডো’র বিরোধী দল ‘লিবারেল পার্টি’। এর ফলে কনজারভেটিভ পার্টির দীর্ঘ ৯ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা খালিশ আহমেদ পেশায় একজন ভূতত্ববিদ ও জ্বালানি ব্যবসায়ী। নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এমএসসি শেষে সেখানেই বিনাবেতনে দু’বছর স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন তিনি।
গত ১১ বছর ধরে স্ত্রী ও ২ সন্তানসহ সিগনাল হিলে বসবাস করছেন খালিশ আহমেদ। আলবার্টার জ্বালানি ক্ষেত্রের একজন অগ্রপথিক খালিশ। প্রায় দু’দশক ধরে বিশ্বের বড় বড় তেল-গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছেন তিনি।
এতে অর্থনৈতিক ব্যবস্থাপনায়ও দক্ষতা রয়েছে তার। খালিশ ক্যালগরির এবিএম কলেজে তেল-গ্যাস শিল্প বিষয়ে পাঠদানও করে থাকেন। নিজ এলাকায় খালিশ ব্যাটালিয়ন পার্ক স্কুল কাউন্সিল এবং সিগনাল হিল কমিউনিটি অ্যাসোসিয়েশনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। তিনি বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগরি’র সহ-সভাপতি পদে রয়েছেন।
২০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�