বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ০৩:০২:৫৪

যুক্তরাষ্ট্রে ছিনতাইকারীর গুলিতে মুক্তিযোদ্ধা মোশতাক নিহত

যুক্তরাষ্ট্রে ছিনতাইকারীর গুলিতে মুক্তিযোদ্ধা মোশতাক নিহত

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো এলাকায় ছিনতাইকারীর গুলিতে মারা গেছেন মুক্তিযোদ্ধা মোশতাক আহমেদ (৬১)। নিউজার্সির আটলান্টিক সিটিতে মেয়ের বাসায় থাকতেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মোশতাক আহমেদ। মোশতাক আহমেদ সাত মাস আগে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিবরিং সিটিতে গিয়ে ৬২৯ এন রিজউড ড্রাইভে অবস্থিত শেল ফুড মার্টে কাজ নিয়েছিলেন। কর্মস্থলেই গত ১৭ অক্টোবর শনিবার সকালে কৃষ্ণাঙ্গ এক ছিনতাইকারী মোশতাক আহমেদকে গুলি করে। ওই ছিনতাইকারীকে সব নগদ অর্থ দেয়ার পরও বাঁচতে পারেননি তিনি। বন্দুকধারী কৃষ্ণাঙ্গ ছিনতাইকারী তাকে গুলি করে চলে যায়। এরপর তাকে পুলিশ অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। শেল ফুডমার্টের সার্ভিলেন্স ক্যামেরা নিয়ে গেছে পুলিশ। ২০ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার হয়নি বলে এনআরবি নিউজকে জানান কম্যুনিটি লিডার আমিনুল ইসলাম অপু এবং সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মিলন। অপু জানান, মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর শুক্রবার বাদ জুমা সেন্ট্রাল ফ্লোরিডা মসজিদে। এরপর তার লাশ দাফনের জন্য বাংলাদেশে নেয়া হবে। দেশে তার স্ত্রী, কন্যা ও ছেলে রয়েছেন। এর আগে গত ২০ আগস্ট ফ্লোরিডার ওরল্যান্ডো এলাকায় গভীর রাতে নিজ বাসার সামনে গাড়ি পার্ক করার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন বাংলাদেশি শহীদুল মিয়া (৫৬)। ২১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে