বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ১২:১২:৪৬

বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

প্রবাস ডেস্ক : ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের [ডাব্লিউইএফ] তৈরি বিশ্বের সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিলেন শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি ড. মোহাম্মদ ই্উনূস। তালিকায় নবম স্থানে আছেন তিনি। ডাব্লিউইএফ'র সাম্প্রতিক জরিপের ভিত্তিতে তৈরি এই তালিকায় শীর্ষস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার প্রয়াত কিংবদন্তী প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা। ডাব্লিউইএফ গ্লোবাল শেইপারস অ্যানুয়াল সার্ভে ২০১৫ নামে পরিচালিত এই জরিপে দ্বিতীয় স্থানে আছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তালিকায় শীর্ষ দশে স্থান পাওয়া বাকিরা হচ্ছেন টিসলা মটরস সিই্ও ইলন মাস্ক তৃতীয়, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী চতুর্থ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পঞ্চম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ষষ্ঠ, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড বারসন সপ্তম, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস অষ্টম ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দশম । তালিকায় ১১তম স্থানে আছেন মার্কিন ধনকুবের ব্যবসায়ী ওয়ারেন বাফেট। জরিপটিতে ১২৫টি দেশের ২৮৫টি শহরের মোট ১০৮৪ জনের মতামত নেয়া হয়। এরা সবাই ডাব্লিউইএফ'র গ্লোবাল শেইপারর্স কমিউনিটির সদস্য যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।-খবর পিটিআই'র ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে