বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ১০:৫১:২৬

মালয়েশিয়া বিএনপির নতুন কমিটি নিয়ে আরিফের অভিযোগ

মালয়েশিয়া বিএনপির নতুন কমিটি নিয়ে আরিফের অভিযোগ

প্রবাস ডেস্ক : মালয়েশিয়া বিএনপি'র নতুন কমিটির বিষয়ে অভিযোগ করেছেন দলটির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ড. এম কে রহমান আরিফ। ওই কমিটিকে তিনি ভুয়া বলে মন্তব্য করেছেন। বুধবার রাতে রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। লিখিত বক্তব্যে প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ডক্টর আরিফ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে মালয়েশিয়া বিএনপি'র ব্যানারে একটি স্বার্থান্বেষী মহল কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, আদতে এ কমিটির কোনো ভিত্তি নেই। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দিয়েছে উল্লেখ করা হলেও সিল ও তারিখ নেই সেই কাগজে। এ নিয়ে প্রস্তাবিত কমিটির পক্ষ থেকে ঢাকার পুরানা পল্টন কার্যালয়ে যোগাযোগ করা হলে নতুন কমিটির বিষয়ে তারা কিছু-ই জানেন না বলে জানান। জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির মালয়েশিয়া শাখার নেতাকর্মীদের ভুয়া কমিটি কর্তৃক প্রতারিত না হওয়ার আহ্বান জানান ড. এম কে রহমান আরিফ। পাশাপাশি অনতিবিলম্বে এ অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন প্রস্তাবিত কমিটির সভাপতি শহীদুল্লাহ শহীদ, সহ-সাধারণ সম্পাদক ও তরুণ প্রজন্ম দল মালয়েশিয়া শাখার সভাপতি জোসেবুল আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কাজী সালাহউদ্দিন, অর্থ সম্পাদক মো. মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক খলিল মাতব্বর, বিএনপি নেতা শওকত সরদার, ইমন হাসান, ইসমাইল, মাসুদ রানা, এনাম, রিয়াজ, নেছার আহমেদ, জাহাঙ্গীর আলমহ অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী। উল্লেখ্য, গত ৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদিত হয়েছে বলে ঘোষণা করা হয়। ১২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ইঞ্জিনিয়ার বাদুলুর রহমান খানকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। এদিকে কথিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বাদুলুর রহমান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ২৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে