রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩০:১১

পর্তুগালে সেভ বাংলাদেশের বিজয় দিবসের আলোচনা সভা

পর্তুগালে সেভ বাংলাদেশের বিজয় দিবসের আলোচনা সভা

রনি মোহাম্মদ, (লিসবন পর্তুগাল) প্রতিনিধি: পর্তুগালের রাজধানী লিসবনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সেভ বাংলাদেশ পর্তুগালের ৪৪তম বিজয় দিবসের আলোচনা সভা' ১৫। লিসবনের বাঙ্গালী অদ্যসিত বেনফরমসোর স্থানীয় কাজা দা কবিলা হলরুমে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব ছিলেন বাংলাদেশ কমিউনিটি অফ পর্তুগালের উপদেষ্টা প্রবীন নেতা ও পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউর রহমান চৌধুরি। সেভ বাংলাদেশের আহবায়ক কমিউনিটি নেতা মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি ব্যাবসায়ী সোলেমান মিয়া সভাপতিত্বে ও সেভ বাংলাদেশ পর্তুগালের সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায়, সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামীক ফোরাম পর্তুগালের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পর্তুগাল বিএনপির সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী এমদাদ মিয়া, সেভ বাংলাদেশের যুগ্ন আহবায়ক কমিউনিটি নেতা তাহের আহমাদ, ইসলামীক ফোরাম পর্তুগালের কেন্দ্রীয় সেক্রেটারি জুবায়ের মিয়া, ব্যাবসায়ি শামসুল ইসলাম, শামসুল ইসলাম , সেভ বাংলাদেশের প্রচার সম্পাদক মোশারাফ হুসেন, মিডিয়া সম্পাদক মাহবুব সুয়েদ, দফতর সম্পাদক ওমর শরিফ, আমিরুল হক, সাবেক ছাত্রনেতা জাবেদ আহমাদ, বিএনপি নেতা মুকিতুর চৌধুরী সেলিম সহ প্রমুখ। সভায় বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলার দামাল ছেলেরা জীবন বাজি রাখে বিশ্বের মানচিত্রে লাল-সবুজের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ঠাই করে দিয়েছেন। বিজয়ের মূল লক্ষ্য ছিল শোষন মুক্ত ও ক্ষুধা-দারিদ্র মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু শাসনগোষ্ঠীর একগুয়েমী ও বাকশালী শাসনের গ্যাড়াকলে পড়ে স্বাধীনতার সুফল থেকে জাতি আজ বঞ্চিত। স্বাধীন বাংলাদেশে আজ শাসনের নামে চলছে শোষণ, বিচারের নামে চলছে প্রহসন। মিছিল, মিটিং সকল রাজনৈতিক দলের মৌলিক অধিকার হলেও তা আজ বাকশালের থাবায় মানুষের মৌলিক ভোটাধিকার সহ কেড়ে নেয়া হচ্ছে । মুক্তিযুদ্ধকে পুঁজি করে একটি শক্তি জাতিকে ঐক্যের বিপরীতে বিভক্তির সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ঐক্যের, বিভক্তির নয়। রক্তস্নাত স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা, বিজয়ের সুফল জাতির ঘরে ঘরে পৌঁছে দিতে হলে দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। প্রধান অতিথির তার বক্তব্যে বর্তমান বাংলাদেশে মহান স্বাধিনতা যুদ্বের মুল চেতনার ব্যাপক অনুপস্থিতি রয়েছে বলে মন্তব্য করেন। ইয়াহিয়া ভুট্রোর প্রেতাত্মারা আজ ক্ষমতায় বসে দেশের মানুষকে প্রকৃত স্বাধিনতার স্বাদ থেকে বঞ্চিত করছে। পর্তুগালের দূতাবাসের সমলাচনা করে বলেন দূতাবাস মানে বাংলাদেশ, এবং প্রতিটা বাঙ্গালীর আশ্রয় স্থল এবং অভিভাবক। আপনাদের থেকে আমরা অভিভাবক সরোপ আচোরন আশা করি। ইসলামীক ফোরাম পর্তুগালের সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বাংলাদেশে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন আজ আমরা দেশে গেলে অবহেলিত আর নিরাপত্তাহীনতায় ভূগি। আজকে যেখানে বিদেশে এসে আমরা রোজগারের কথা চিন্তা করার ছিল সেখানে আজ বাংলাদেশে চলমান অনির্বাচিত সরকারের একতরফা শাসনের বিরুদ্বে প্রবাসে বসেও কথা বলা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন। সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের আহবায়ক সোলেমান মিয়া গত ১৬ ই ডিসেম্বর পর্তুগালে বাংলাদেশ দুতাবাস কতৃক আয়োজীত বিজয় দিবসের অনুষ্টানে কমিউনিটির বৃহদাংশকে আমন্ত্রন না জানানোর তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে এ জাতীয় কর্মকান্ডের বিরুদ্বে স্বোচ্চার ভুমিকার রাখার জন্যে সকল প্রবাসীদের উদাত্ত আহবান জানান। অনুষ্টানের শেষে শহীদের সহ দেশের সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মার্তিম মনিজ জামে মসজিদের খতিব ইব্রাহিম মোল্লা। ২০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে