দিল্লিতে নিখোঁজ বাংলাদেশি ছাত্রের খোঁজ মিলেছে
প্রবাস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) পড়ুয়া বাংলাদেশি ছাত্র অনিক আর্নল্ড ঢালীর সন্ধান মিলেছে। প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ অনিকের খোঁজ হিমাচল প্রদেশে মিলেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনিকের বোন মনিকা ঢালি সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিজের ফেইসবুক পেইজে জানান, ভাইয়ের সন্ধান পেয়েছেন এবং তিনি ভালো আছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, দিল্লি থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরে হিমাচল প্রদেশের মানালিতে অনিকের সন্ধান পাওয়া গেছে।
তাকে অপহরণ করা হয়েছিল কিনা- এমন প্রশ্নের জবাবে অনিকের খালা সিনথিয়া বলেন, “না। আমাদের কাছে সেরকম মনে হচ্ছে না। সে এসএমএসে বলছে, ভালো আছে, নিরাপদে আছে।”
অন্যদিকে, অনিকের এক বন্ধু জানিয়েছেন, তিনিও একটি এসএমএস পেয়েছেন; যাতে লেখা আছে, মানালিতে নিরাপদে আছেন অনিক।
জেএনইউয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র অনিক আর্নল্ড ঢালী মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরুদ্দেশ হন।
এবিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, মোবাইল ফোনের কল রেকর্ডে দেখা যায় অনিক বিমানবন্দর থেকে জেএনইউ ক্যাম্পাসে ফেরার পর কাছাকাছি কোনো জায়গা থেকে নিখোঁজ হন।
সূত্র: বিডি নিউজ
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল