বাংলাদেশি ছাত্রীকে হয়রানি করায় অধ্যাপক বরখাস্ত
প্রবাস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) অধ্যয়নরত এক বাংলাদেশি ছাত্রীকে উত্তক্ত ও হয়রানির দায়ে অভিযুক্ত ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভারতে ছাত্রী হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত হওয়ার ঘটনা বেশ বিরল। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বহু ছেলেমেয়ে পড়াশোনা ও গবেষণা করছেন। এ ঘটনায় শিক্ষক এবং ছাত্রীর কারও পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। খবর-বিবিসি।
বাংলাদেশী ওই ছাত্রী বরখাস্ত হওয়া অধ্যাপকের অধীনে গবেষণা করছিলেন। বেশ কিছুদিন আগে অধ্যাপকের বিরুদ্ধে তিনি হয়রানির অভিযোগ আনেন। তদন্তের পর অধ্যাপক দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের কেন্দ্রীয় ও দিল্লি সরকার জানাচ্ছে, দেশটির যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রী হয়রানির অভিযোগ আসে তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই।
গত বছর দিল্লির ষোলোটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একশোর বেশি ছাত্রী হয়রানির অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে পঞ্চাশের বেশি অভিযোগ এসেছে শুধু এই বিশ্ববিদ্যালয় থেকে।
২২ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল