মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৫৪:০৪

উচ্চশিক্ষায় আরও বেশি বাংলাদেশি ছাত্র নিতে চায় জার্মানি

উচ্চশিক্ষায় আরও বেশি বাংলাদেশি ছাত্র নিতে চায় জার্মানি

প্রবাস ডেস্ক: জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য বাংলাদেশি ছাত্রদের আগ্রহ বাড়াতে চায় ওই দেশের সরকার। বর্তমানে জার্মানিতে প্রায় চার লাখ বিদেশি ছাত্র পড়াশোনা করছে। এর মধ্যে বাংলাদেশি আছে ৩ হাজার ২২০ জন। বাংলাদেশি ছাত্রের সংখ্যা আরও বাড়াতে জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ দিচ্ছে ওই দেশের সরকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) জার্মান দূতাবাসে শিক্ষা বিষয়ক এক প্রেস কনফারেন্সে জার্মান শিক্ষা কর্মকর্তা কাতা লাস বলেন, বিদেশি ছাত্র আকর্ষণের জন্য যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের থেকে পিছিয়ে রয়েছি আমরা। এর কারণও আছে। আজ থেকে ২০ বছর আগেও আমরা ইংরেজি ভাষায় কোনও স্নাতক প্রোগ্রাম পড়াতে পারতাম না। কিন্তু এখন ১,৫০০ মাস্টার্স প্রোগ্রাম আছে যেগুলো ইংরেজি ভাষায় পড়ানো হয়।

তিনি বলেন, আমাদের পড়াশোনার মডেলটি ভিন্ন। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র বা অন্য দেশগুলো পড়ার বিনিময়ে অর্থ উপার্জন করার মাধ্যমে একটি বাণিজ্যিক মডেল তৈরি করেছে। কিন্তু জার্মানিতে পড়াশোনা করতে দেওয়ার জন্য অর্থ আদায় করা হয় না। জার্মানিতে অত্যন্ত অল্প টাকায় উচ্চশিক্ষা নেওয়া সম্ভব।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জার্মানিতে পোস্ট ডক্টরেট করা ছাত্র মোহাম্মাদ শাহাদাত হোসেন বলেন, জার্মানিতে কম সংখ্যক বাংলাদেশি ছাত্র পড়তে যায় কারণ অনেকে জানে না যে সেখানে ইংরেজিতে পড়াশোনা করা যায়। এছাড়া অন্যান্য দেশে চাকরি পাওয়ার সুবিধা আছে। কিন্তু জার্মানিতে চাকরি পেতে গেলে জার্মান ভাষা জানতে হয়। তবে আমার সঙ্গে পড়াশোনা করেছে এমন অনেকে জার্মানিতে ভালো চাকরি পেয়েছে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা করতে চাই। বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, এখানে ৭০টি জার্মান প্রতিষ্ঠান আছে কিন্তু বাংলাদেশের মতো বড় অর্থনীতির জন্য বিদেশি বিনিয়োগ সংখ্যাটি অত্যন্ত কম। 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে