আগে তো দেশকে বাঁচাও : তসলিমা
তসলিমা নাসরিন : বাংলাদেশে এখন তিন আর তিরিশ নিয়ে তর্ক হচ্ছে: ৭১-এর যুদ্ধে পাকিস্তানি আর্মি ৩ লক্ষ বাঙালি মেরেছে নাকি তিরিশ লক্ষ! ধরা যাক তিরিশ লক্ষ নয়, মরেছে তিন লক্ষ, তাতে কি হাহাকার কিছু কম হয়?
বাহান্নতে তো হাতে গোনা কয়েকজন মরেছিল, আমরা তো আজও কাঁদি ভাষা শহীদদের জন্য। সংখ্যা বড় নয়, বড় আমাদের লক্ষ্য, আমাদের চেতনা, আমাদের মূল্যবোধ।
যে লক্ষ্যে আমরা যুদ্ধে নেমেছিলাম, সেই লক্ষ্যের কিছু কি পুরণ হয়েছে?
ধর্মনিরপেক্ষতার মৃত্যু হয়েছে, অমুসলিমরা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে. ধর্মান্ধতা, মৌলবাদ, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, নারী বিদ্বেষ,দারিদ্র আর বৈষম্য গ্রাস করে ফেলেছে দেশকে। আগে তো দেশকে বাঁচাও। আগে তো অন্ধকে আলো দাও।
ভবিষ্যত অন্ধকারে ডুবে থাকলেই মানুষ অতীত নিয়ে পড়ে থাকে। তিন আর তিরিশের বিতর্কে মেতে ওঠে।
২৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস