শুক্রবার, ০৬ মার্চ, ২০২০, ০১:৪০:২১

চীনের উহানে গিয়ে করোনার চিকিৎসা দিতে চান বাংলাদেশী জেরিন

চীনের উহানে গিয়ে করোনার চিকিৎসা দিতে চান বাংলাদেশী জেরিন

প্রবাস ডেস্ক : বাংলাদেশী সৈয়দা জেরিন ইমাম এক সা'হসী নারী চিকিৎসকের নাম। চীন ফেরত শুনলেই যখন সবাই স'ন্ত'স্ত্র, তখন তার অভিপ্রায় তিনি চীনের সেই হুবেই প্রদেশের উহানে যাবেন। কারণ তিনি করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত রোগীদের সেবা দিতে চান। 

বিশ্বব্যাপী ম'হামা'রী কভিড -১৯ এর কেন্দ্রস্থল হিসেবে উহান বাংলাদেশসহ একনামে বিশ্ববাসীর কাছে পরিচিত। জেরিন বর্তমানে চীনের জিনানের শানডং বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল শিক্ষার্থী। সৈয়দা জেরিন এ বিষয়ে বাংলাদেশের চীন দূতাবাসকে ইতিমধ্যে একটি লিখিত চিঠি পাঠিয়েছেন। চিঠিটি গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। 

ভারতে ক্রমশই শক্তি বাড়াচ্ছে করোনা, দিল্লিতে সব বিদ্যালয় বন্ধ ঘোষণা

তার সঙ্গে একটি আলোকচিত্র। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে চীনের মধ্য শহর উহানের একটি সামুদ্রিক খাদ্য বাজার থেকে করোনা ভাই'রাস ছড়ায়। ওই বাজারে অ'বৈ'ধ বন্যপ্রাণী বিক্রি করা হতো বলে ধারণা করা হয়, সেই থেকে বেইজিং এবং সাংহাইসহ চীনা শহরগুলি এবং বিশ্বের কমপক্ষে ৮০ টি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। করোনায় আ'ক্রা'ন্তের সংখ্যা আশি হাজার ছাড়িয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে