সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৭:১৪

নামাজ পড়ে হাঁটতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

   নামাজ পড়ে হাঁটতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

প্রবাস ডেস্ক : এশার নামাজ পড়ে হাঁটতে গিয়ে প্রাণ গেল এক বাংলাদেশির। সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের জেদ্দায় মারা যান জামাল উদ্দিন নামে এক বাংলাদেশি। জেদ্দা আওয়ামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ডাক্তারের পরামর্শে তিনি প্রতিদিনের মতো ২৭ ডিসেম্বর রোববার এশার নামাজের পর স্থানীয় সময় রাত ৮টার দিকে একটি পার্কে হাঁটতে যান। সেখান থেকে ফিরে আসার সময় হাই আল যাওয়িদ নামক স্থানে একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। জামাল উদ্দিন ১২ বছর ধরে সৌদি আরবে আছেন। তিনি প্লাম্বারের কাজ করতেন বলে জানা গেছে। নিহত জামালের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। জামাল উদ্দিনের মরদেহ বর্তমানে জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে। ২৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে