রবিবার, ১৪ জুন, ২০২০, ০৭:৩২:০৬

বাংলাদেশ থেকে চীনে যাওয়া ফ্লাইটে ১৭ জনের দে'হে করোনা সনা'ক্ত, ফ্লাইট স্থগিত

বাংলাদেশ থেকে চীনে যাওয়া ফ্লাইটে ১৭ জনের দে'হে করোনা সনা'ক্ত, ফ্লাইট স্থগিত

প্রবাস ডেস্ক : ঢাকা থেকে যাওয়া চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ১৭ আরোহীকে করোনা পজেটিভ পাওয়া গেছে। বৃহস্পতিবার এ ঘটনার পর বাংলাদেশে ওই ফ্লাইট আগামী ২২ শে জুন থেকে ৪ সপ্তাহের জন্য স্থগিত রাখার নোটিশ জা'রি হয়েছে। চীনের সরকারি প্রচার মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়েছে। 

এতে বলা হয়, ঢাকা থেকে যাওয়া সিজেড৩৯২ ওইদিন চীনের গুয়াংঝুতে পৌঁছে। সেখানে করোনা পরীক্ষা করা হয়। তাতে ১৭ জন আরোহীর দে'হে করোনা ভাইরাসের উপস্থি'তি পাওয়া গেছে। ঢাকা ও চীনের পূর্বাঞ্চলীয় শহর হ্যাংঝৌয়ের মধ্যে সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করছিল এই বিমানটি। বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, চীন সরকারের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এ মাসের শুরুতে একটি নীতি ঘোষণা করে।

এই নীতির অধীনে করোনার প্রা'দুর্ভাব হলে সচল করা হবে ‘সার্কিট ব্রেকার’। এর অধীনে ২২ শে জুন থেকে সিজেড৩৯২ ফ্লাইট চার সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। ওদিকে আন্তর্জাতিক রুটে আভ্যন্তরীণ সব ক্যারিয়ারকে সপ্তাহে একবার চলাচল করতে সীমা বেঁ'ধে দিয়েছে চীন। মার্চের শেষ দিকে এমন ফ্লাইট চালু হয়েছিল।-এমজমিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে