শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৬:৪৩

নববর্ষকে স্বাগত জানালো ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা

নববর্ষকে স্বাগত জানালো ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা

জামান সরকার, হেলসিংকি ফিনল্যান্ড প্রতিনিধি: রাত পোহালে নতুন সূর্য্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন ভাবনা। নববর্ষের নতুন ভোরে ঐতিহ্যের বর্ণিল উচ্ছাসে বেজে উঠুক ঢাক-ঢোল, সানাই। মেতে উঠুক সাবার মন প্রান। ঢাক-ঢোল, আতশবাজি আর হৈ-হুল্লোড়ে একে অপরকে ‘হুভা উত্তা ভুয়ত্তা’ (ফিনিশ ভাষায় শুভ নববর্ষ) সম্বোধন করে ইংরেজি নববর্ষকে স্বাগত জানালো ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা। ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে মুখরিত মেতে ওঠেন। নববর্ষ সার্বজনীন উৎসব। এ উৎসবে বাঙালি তার দীর্ঘকালের সংস্কৃতি তুলে ধরছে। আর এটাই বাঙালির স্বকীয়তা। ডাউন টাউনের কাউপ্পাতরীর গোলচত্বরে প্রবাসীরা আতশবাজি করে হইচই উল্লাস করে স্বাগত জানালো নতুন বছরকে। ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে আনন্দে ভাসলো সবাই। থার্টিফার্স্ট উপলক্ষে বৃহঃবার সন্ধ্যা থেকেই জমতে শুরু করে হেলসিংকির গোলচত্বরসহ বিভিন্ন এলাকা। নানা খাবারের আয়োজনে রেস্টুরেন্টগুলোও ছিল জমজমাট। নববর্ষে যে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফিনল্যান্ডের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে রাজধানী হেলসিংকিসহ ফিনল্যান্ডের বিভিন্ন শহরে আলোকসজ্জা ছিল চোখে পড়ার মতো। বর্ণিল সাজে সেজেছিল রাজধানীর অভিজাত হোটেল, পার্টি সেন্টার ও ক্লাবগুলো। ১ লা জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে