শুক্রবার, ০১ জানুয়ারী, ২০১৬, ০৮:২৪:১৬

হিন্দু ধর্ম গ্রহণ করা না করা বিষয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন

হিন্দু ধর্ম গ্রহণ করা না করা বিষয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন

প্রবাস ডেস্ক: কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তসলিমা নাসরিন ‘হিন্দু ধর্ম’ গ্রহণ করেছেন বলে খরব বেরিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে নিন্দুকদের সেই কুৎসা রটানোর উচিত জবাব তসলিমা নিজেই দিয়েছেন। নববর্ষের প্রথম দিনে এ প্রসঙ্গে তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘খবরে দেখলাম আমি নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। এর আগে খবর করা হয়েছে আমি নাকি নামাজ রোজা ধরেছি, বোরখা পরছি। কিছুই নতুন নয়। বলছি আমাকে নিয়ে এসব লেখালেখি কিছুই নতুন নয়। পঁচিশ বছর ধরে হচ্ছে। এরকমও তো খবর বের হয়েছে, আমি নাকি ভারতের চর, র'য়ের এজেন্ট। একসময় রকমারি পুরুষের সঙ্গে আমাকে জড়িয়ে কী সব কুৎসিত কথা ছাপাতো। এখনও ছাপায়, এখনও আমাকে রেহাই দিচ্ছে না ওরা। ওরা কারা আমি জানি না, কিন্তু অনুমান করতে পারি। ওরা তারাই যারা মনে করে 'মেয়েমানুষ মজা করার জিনিস', তাদের নিয়ে যা ইচ্ছে তাই বলা যায়, লেখা যায়। আসলে ওদের বড় রাগ আমার ওপর। কেউ কেউ বলে ধর্মটা নিয়ে না লিখলে সব নাকি ঠিক ছিল। ধর্মটা মানে ইসলামটা।’ ১ লা জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে