শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ১১:০৮:৩৩

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

রাহিব ফয়সাল, পর্তুগাল থেকে: বাংলাদেশ প্রতিদিনের পর্তুগাল প্রতিনিধি রনি মোহাম্মদকে সভাপতি এবং জাগো নিউজ ২৪ ডটকমের পর্তুগাল প্রতিনিধি মোঃ রাসেল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সময় টিভির তারিকুল হাসান আশিককে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার রাজধানী লিসবনের মালটিকালচারাল একাডেমিতে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে।

সংগঠনে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদ আহমেদ পাটোয়ারী (ইউরো বাংলা), এফ.আই রনি (নন্দন নিউজ২৪) জহিরুল ইসলাম মুন (যমুনা টিভি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আনোয়ার এইচ খান ফাহিম (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ জাহিদ কায়সার (প্রবাস কথা), প্রচার সম্পাদক এনামুল হক (পর্তুগাল বাংলা নিউজ)।  

এছাড়া ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ মহিউদ্দিন (দৈনিক সবুজ বার্তা ও আটলান্টিক টিভি), সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ (দৈনিক ডাক বাংলা), দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান (ফ্রিল্যান্স লেখক) এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরশাদ সুমন আইওয়ান টিভি, রাহিব ফয়সাল (এমটি নিউজ ২৪), মুরাদ শেখ (বাংলা ভিশন টিভি) ও শওকত (সাবেক যমুনা টিভি)।  

সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক সাবেক সিনিয়র রিপোর্টার বাংলাদেশ টেলিভিশনের হুমায়ুন কবির প্রধান সম্পাদক টি ডব্লিউ নিউজ ২৪।

বৃহস্পতিবার সংগঠনের ফরিদ আহমেদ পাটোয়ারীর পরিচালনায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।  

উল্লেখ্য, পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সুখ-দুঃখ এবং অভিবাসন সম্পর্কিত বিভিন্ন তথ্য বাংলাদেশের জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের মাধ্যমে পর্তুগালকে বাংলাদেশের মাঝে তথা সকল বাংলাদেশিদের মাঝে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে ২০১৮ সালে গঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রমের ধারাবাহিকতায় আজ এই কমিটি গঠিত হলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে