শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৫:৫৫

সবাইকে ছাড়িয়ে সিঙ্গাপুরে নতুন এক ইতিহাস সৃষ্টির পথে এক বাংলাদেশি শ্রমিক!

 সবাইকে ছাড়িয়ে সিঙ্গাপুরে নতুন এক ইতিহাস সৃষ্টির পথে এক বাংলাদেশি শ্রমিক!

প্রবাস ডেস্ক: প্রশংসার জোয়ারে ভাসছেন এক বাংলাদেশি শ্রমিক। ধারণা করা হচ্ছে, সবাইকে ছাড়িয়ে সিঙ্গাপুরে নতুন এক ইতিহাস সৃষ্টির পথে তিনি! এবার আসা যাক আসল কথায়,  সিঙ্গাপুরে সম্প্রতি প্রকাশিত প্রবাসী বাংলাদেশি মো. শরীফ উদ্দীনের লেখা ‘স্ট্রেঞ্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। দেশটির প্রায় সবগুলো বইয়ের দোকানে এখন পাওয়া যাচ্ছে।

ইতিমধ্যে সিঙ্গাপুরের স্বনামধন্য বইয়ের দোকান কিনুকুনিয়া বুক স্টোরে গত সপ্তাহের সেরা দশজন লেখকের বই বিক্রির তালিকা প্রকাশ করা হয়। সেখানে মো. শরীফ উদ্দিনের লেখা ‘স্ট্রেঞ্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি দ্বিতীয় স্থানে দেখা যায়।

অনেকের ধারণা, বইটি এ বছরের সেরা বিক্রির তালিকায় উঠে আসবে । সেখানকার অনেক কবি সাহিত্যকরা ইতোমধ্যে লেখকের বইটি পড়ে ফেসবুকে তাদের ওয়ালে ভূয়সী প্রশংসা করছেন।

কোভিড-১৯ এ লকডাউন থাকাকালীন সিঙ্গাপুরে প্রবাসী কর্মীরা পরিবার পরিজন ছেড়ে কিভাবে সময় কাটিয়েছে? তাদের অর্থনৈতিক কিংবা মানষিক অবস্থা কেমন ছিল? সে দেশের সরকার কী ধরনের সুযোগ-সুবিধা শ্রমিকদের প্রদান করেছে? দৈনন্দিন জীবনে কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে এসব বিষয়গুলো লেখক তার লেখায় তুলে ধরেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে