রবিবার, ২৩ মে, ২০২১, ১১:০০:৫৪

পাল্টা আক্রমণ করে মালিতে দুস্কৃতিকারীদের হামলা প্রতিরোধ করল বাংলাদেশি শান্তিরক্ষীরা

পাল্টা আক্রমণ করে মালিতে দুস্কৃতিকারীদের হামলা প্রতিরোধ করল বাংলাদেশি শান্তিরক্ষীরা

মালির গাও প্রদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ব্যানব্যাট-৭ জাতিসংঘের একটি লজিস্টিক কনভয়কে গাও থেকে মেনেকায় স্কর্ট প্রদান করার জন্য দায়িত্বে নিয়োজিত থাকার সময় ওই কনভয়ের ওপর সশস্ত্র দুস্কৃতিকারীরা অতর্কিতে গুলি বর্ষণ করে।

গতকাল শনিবার (২২ মে) এ ঘটনা ঘটে। এদিন গাও হতে ২৩০ কিলোমিটার দূরে ওই কনভয়ের ওপর ৮-১০ জন সশস্ত্র দুস্কৃতিকারী মোটরসাইকেল যোগে কনভয়ের ওপর অতর্কিতে গুলি বর্ষণ করে।

আইএসপিআর জানায়, মালিতে দুস্কৃতিকারীদের হামলার জবাবে বাংলাদেশ শান্তিরক্ষীরা অত্যন্ত সাহসিকতার সাথে সন্ত্রাসীদের ওপর পাল্টা আক্রমণ করে প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে দুস্কৃতিকারীরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। এই বীরত্বপূর্ণ সাহসী অভিযানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা সর্বমহলে প্রশংসিত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে