শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬, ০৪:৫২:০৪

অভিবাসীদের কল্যাণে জার্মান সরকারকে জমি দিতে চায় এক বাংলাদেশি

অভিবাসীদের কল্যাণে জার্মান সরকারকে জমি দিতে চায় এক বাংলাদেশি

মেহেদী হাসান মুন্না, জার্মান প্রতিনিধি: নিজের খালি জমি কয়েক বছরের জন্য  জার্মান সরকারকে দিতে চায় এক বাংলাদেশি। এ বিষয়ে গত জানুয়ারি একটি প্রস্তাব দিয়েছেন নরদ রাইন ভেস্ট ফালেন আওয়ামী লীগ জার্মানী শাখার সভাপতি যুবরাজ তালুকদার।

জার্মানির বর্তমান ক্ষমতাধর পলিটিকাল সংগঠন সিডিউর বন শহরের মানানিও মেয়র সাবেক রাজধানী বন শহর এর বয়েল এ তার অফিস মিলিত হয় দলের সকল সদস্যদের নিয়ে। সভায় মিলিত হন যুবরাজ তালুকদার।

তালুকদার বর্তমানে জার্মানীর বৃহত্তম রাজনৈতিক সংগঠন সিডিউ'র একজন সক্রিয় সদস্য। সভায় রাজধানী বন শহর থেকে সদস্যগণ সমাবেত হন। সভায় আরও উপস্থিত ছিলেন বর্তমান সিডিউ এর সংসদ সদস্য ডঃ ক্লুদেইয়া লুকিং মিশেল। সভায় নরদ রাইন ভেস্ট ফালেন আওয়ামী লীগ জার্মানী শাখা এর সভাপতি যুবরাজ তালুকদার, বন শহরের বর্তমান মেয়র আশক সারদেরিন কে বাংলাদেশ এর সব ঘটনা এবং বর্তমান সরকারের সব সাফল্যের কথা তুলে ধরেন।  

মানানিও প্রধান মন্ত্রী জননেত্রি শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ববাসির কাছে একটা আদর্শ হিসেবে নিয়ে যাচ্ছেন বলে বর্ণনা করেন। মানানিও মেওর আশক সারদেরিন যুবরাজ কে বলেন, বর্তমান জার্মান সরকার সিডিউ'র সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অভিবাসন সমস্যা, যার জন্য রাজনতিক আশ্রয় প্রার্থীদের শহরের বড় বড় ইনডোর খেলার মাঠে রাখা হচ্ছে। যার জন্য জার্মান নাগরিকগণ নারাজ বর্তমান সরকারের উপর।

এই কথা শোনে যুবরাজ তালুকদার তার নিজের মালিকানাধিন বন শহরের প্রায় ১৭০০০ হাজার স্কয়ারফিট এর একটা খালি জাইগা বন সিটি কর্পোরেশনকে দিতে ইচ্ছা পোষণ করেন কিছু বছর এর জন্য বিনা ভাড়াই ।

যুবরাজ তালুকদারকে বন শহরের বর্তমান মেয়র আশক সারদেরিন তার এই মহৎ প্রস্তাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী ২ দিনের মধ্যে এ বিষয়ে পুনরায় বসবেন বলে জানিয়েছেন।
১৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে