মঙ্গলবার, ২১ জুন, ২০১৬, ১২:১২:১৭

দেশের সমস্যা নিয়ে গবেষণার জন্য আমেরিকায় পুরস্কার পেলেন ৩ বাংলাদেশি শিক্ষার্থী

দেশের সমস্যা নিয়ে গবেষণার জন্য আমেরিকায় পুরস্কার পেলেন ৩ বাংলাদেশি শিক্ষার্থী

প্রবাস ডেস্ক : ‘বাংলাদেশের সম-সাময়িক সমস্যা ও তার কারিগরি সমাধান কৌশল’ বিষয়ে গবেষণার জন্য আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট (আবিয়া) পুরস্কার পেয়েছেন বাংলাদেশি তিন শিক্ষার্থী। তারা হলেন- যুক্তরাজ্যের ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদুল আলাম, ঢাকা প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শাহাব উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সানজিদা হক।

আমেরিকান অ্যাসোসিয়েশান অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট (আবিয়া) এর দ্বিবার্ষিক সম্মেলন-২০১৬ উপলক্ষে গত বছর বাংলাদেশসহ সারা বিশ্বে বাংলাদেশি স্নাতক ও স্নাতকোত্তরের প্রকৌশল, স্থাপত্য ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছ থেকে গবেষণা পত্র আহ্বান করা হয়। ২০১৬ সালের আগস্ট মাসের ১৯ থেকে ২১ তারিখ মিশিগান অঙ্গরাজ্যের ‘মোটর সিটি’ নামে পরিচিত ডিট্রয়েট শহরে এই দ্বি-সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ তৌহিদুল আলাম। তার গবেষণার বিষয়  ‘ইনভেস্টিগেশন অব সাসটেইনেবল গ্রীন পাওয়ার জেনারেসন টেকনলজি ফর টেলিকম বেজ স্টেশন ইন বাংলাদেশ’। মোহাম্মদ তৌহিদুল আলাম যুক্তরাষ্ট্রের সম্মেলনে গবেষণা পত্রটি উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন এবং যাতায়াত ও সম্মেলনকালীন থাকা-খাওয়ার খরচ আবিয়া বহন করবে।

দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শাহাব উদ্দিন। তার গবেষণার বিষয় ছিল ‘রেইন ওয়াটার ম্যানেজমেন্ট বাই আর্টিফিশিয়াল ইনফিলট্রেসন ফর রেইজিং গ্রাউন্ড ওয়াটার টেবিল অ্যান্ড ওয়াটার লগিং প্রবলেম ইন ঢাকা সিটি’।

তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সানজিদা হক। তার গবেষণার বিষয় ছিল-ওয়াটার হাইয়াসিন্থ (কচুরিপানা)-ওয়ান প্রাকটিক্যাল সল্যুশন টু কোয়ালিফাই মেনি পটেনশিয়াল ক্রাইসিস ইন বাংলাদেশ।’

দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দু’জন নগদ অর্থ পুরস্কার জিতেছেন। এছাড়া আগস্ট মাসের ১৯ থেকে ২১ তারিখ মিশিগানের দ্বি-সম্মেলনে তারা উপস্থিত থাকতে চাইলে আয়োজকরা সম্মেলনকালীন তাদের থাকা-খাওয়ার খরচ বহন করবে।

সম্মেলনে প্রযুক্তি গবেষণা সংক্রান্ত উপ-কমিটির প্রধান ড. খাজা রহমান গবেষণা পত্রের নিরীক্ষণ কমিটির প্রধান ছিলেন। তিনি বলেন, প্রথমবারের এই আয়োজন সকলের মাঝে বেশ সাড়া ফেলেছে, বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ অন্যান্য রাষ্ট্রের বাংলাদেশি শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশে এ ধরনের সম্মেলন আয়োজন করার সম্ভাব্যতা যাচাই চলছে বলে এ আয়োজক জানান।

আবিয়া’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও আয়োজক কমিটির প্রধান ড. জাকিরুল হক জানান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিজয়ী বাংলাদেশের শিক্ষার্থীরা আমেরিকা সফরের সুযোগের পাশাপাশি দেশের বর্তমান সমস্যা ও তার কার্যকরী সমাধান বিষয়ে ধারণা/আইডিয়া বিখ্যাত গবেষক ও সফল প্রকৌশলীদের সামনে গবেষণা পত্র আকারে উপস্থাপনের সুযোগ পাচ্ছেন। এটা আমাদের শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। -জাগো নিউজ
২১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে