প্রবাস ডেস্ক : লিবিয়ায় একটি ক্যাম্পে ডাকাতদের গুলিতে ১২ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ডাকাতরা বাংলাদেশিদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল সেটসহ সব ছিনিয়ে নেয়।
আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আ স ম আশরাফুল ইসলাম।
আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে আজদাবিয়া শহরের একটি আবাসন ক্যাম্পে হামলা চালায় ডাকাতরা। ঘটনাটি লিবিয়া পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে টাঙ্গাইলের হুমায়ুন জমিরকে আইসিইউতে রাখা হয়েছে। বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
আহতরা হলেন টাঙ্গাইলের হারুনুর রশিদ, ফজলুর রহমান, মোহাম্মদ ফরিদ, মো. আউয়াল, কুমিল্লার আনোয়ার, বরিশালের সাঈদ, গাজীপুরের মোহাম্মদ শরিফ, নরসিংদীর মোস্তফা কামাল, চাঁদপুরের গোফরান, জামালপুরের মো. ফরিদ ও ব্রাহ্মণবাড়িয়ার আবুল বাসার।
জানা গেছে, শুক্রবার ভোর চারটার দিকে সশস্ত্র চার ডাকাত বাংলাদেশিদের ক্যাম্পে যায়। তাদের দুজন বাইরে পাহারায় ছিল এবং দুজন ক্যাম্পে প্রবেশ করে বাংলাদেশিদের কাছ থেকে মোবাইল ও লিবিয়ান মুদ্রাসহ সবকিছু কেড়ে নিতে থাকে। এর একপর্যায়ে ক্যাম্পে বসবাসরত বাংলাদেশিরা প্রতিরোধ করে দু’ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
বাইরে অবস্থানরত দু’ডাকাত চলে গিয়ে কিছুক্ষণ পর সংঘবদ্ধ হয়ে অন্তত ১২ থেকে ১৪ জনের একটি দল নিয়ে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং ধারালো ছুরি দিয়ে কয়েকজনকে আহত করে।
এরপর তাদের দলের বন্দী ডাকাতদের মুক্ত করে সাতটি দামি মোবাইল সেটসহ প্রায় ১৬ হাজার লিবিয়ান দিনার নিয়ে চলে যায়। পরে ডাকাতদের হামলায় আহত ১২ জনকে হাসপাতালে নেয়া হয়।
৮ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম