শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ১০:৩২:১২

বন্ধ হচ্ছে ট্রাম্পের সেই ক্যাসিনো, বেকার হচ্ছে বাংলাদেশিসহ সহস্রাধিক

বন্ধ হচ্ছে ট্রাম্পের সেই ক্যাসিনো, বেকার হচ্ছে বাংলাদেশিসহ সহস্রাধিক

প্রবাস ডেস্ক : রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতারণা আর ধাপ্পাবাজির শিকার হলেন তিন শতাধিক বাংলাদেশিসহ আট শতাধিক দক্ষিণ এশিয়ান। এরা সকলেই নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অবস্থিত 'ট্রাম্প তাজমহল ক্যাসিনো'র কর্মচারি। সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে এই ক্যাসিনো বন্ধ হয়ে যাবে।

৩ আগস্ট বুধবার এই ক্যাসিনোর মালিক কার্ল আইকান এ ঘোষণা প্রদানের পরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিক-কর্মচারিরা। উল্লেখ্য, ২ বিলিয়ন ডলার ব্যয়ে এই ক্যাসিনো প্রতিষ্ঠা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেড় সহস্রাধিক লোক এখানে কাজ করেন। ২০১৪ সালে লোকসানের অজুহাত দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প দেউলিয়া ঘোষণার পর এটি ক্রয় করে নেয় 'আইকান এন্টারপ্রাইজ'। এদিকে, গত ১ জুলাই থেকে এই ক্যাসিনোর শ্রমিক-কর্মচারিরা ন্যায্য পারিশ্রমিক ও হেলথ ইন্স্যুরেন্সের দাবিতে ধর্মঘট শুরু করেছেন। ধর্মঘটের ৩৪তম দিবস অতিবাহিত হলো ৩ আগস্ট বুধবার। ধর্মঘটে শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে 'এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার' (আসাল)। ৩ আগস্ট বুধবার ট্রাম্প তাজমহল ক্যাসিনোর সামনে বিক্ষোভ প্রদর্শনকালেই কর্তৃপক্ষ এটি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।

এমন সিদ্ধান্তকে অমানবিক, অনৈতিক এবং যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থি ও বেআইনী বলে অভিহিত করেন এই এলায়েন্সের জাতীয় সভাপতি মাফ মিসবাহ। বিক্ষোভ-সমাবেশে বক্তৃতাকালে মাফ মিসবাহ আরও অভিযোগ করেন, 'লোকসানের অজুহাত দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতোপূর্বে এই ক্যাসিনোকে দেউলিয়া ঘোষণা করে মূলত: নিজের আখের গুছিয়ে নিয়েছেন। চরমভাবে বঞ্চিত হয়েছেন শ্রমিক-কর্মচারিরা। তারই ধারাবাহিকতায় বর্তমান মালিকও এটি স্থায়ীভাবে বন্ধ করার মধ্য দিয়ে কঠোর পরিশ্রমী ইমিগ্র্যান্ট শ্রমিকদের পেটে লাথি মারার কথা ভাবছেন।'

এ সময় ধর্মঘটি শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিক্ষোভ-সমাবেশে আরও বক্তব্য রাখেন আসাল'র নিউজার্সি চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারুক হোসেন, সেক্রেটারি ছিটুভাই পাটেল, কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট খান শওকত, জাতীয় কমিটির পরিচালক জেড মেটালন এবং লেবার ইউনিয়ন'‘ইউনাইটেড হিয়ার' লোকাল-৫৪ এর প্রেসিডেন্ট বব ম্যাকডেভিট।

নিউজার্সির ১২টি ক্যাসিনোর মধ্যে আরও চারটি ইতোপূর্বে বন্ধ ঘোষণা করায় বেশ কয়েকশ' বাংলাদেশিসহ পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
 
''তাজমহল ক্যাসিনোটি গত কয়েক মাস যাবতই লোকসানে চলছিল। এমনি অবস্থায় শ্রমিকরা ধর্মঘটে যাওয়ায় ক্যাসিনোটি পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে'-বলেন এই ক্যাসিনোর মালিকের নিয়ন্ত্রণাধীন 'ট্রপিকানা এন্টারটেইনমেন্ট ইনক'র প্রধান নির্বাহী টনি রেডিও। 'দুয়েকদিনের মধ্যে ধর্মঘটি শ্রমিকদের কাছে লে-অফের নোটিশ বিতরণ করা হবে। ইতোমধ্যে ১০০ মিলিয়ন ডলারের লোকসান গুণতে হয়েছে, আর সম্ভব নয়'-বলেন রেডিও।
 
সবচেয়ে জনপ্রিয় এই ক্যাসিনো বন্ধের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করে আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান ৩ আগস্ট এক বিবৃতিতে বলেছেন, 'এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিব্রতকর। অত্যন্ত রহস্যজনক ব্যাপার যে, এটি চালু রাখার ব্যাপারে সংশ্লিষ্টরা কোন চেষ্টাই করলেন না।'

সিটি মেয়র বলেন, '১৬০ বছরেরও অধিক সময় যাবত এই সিটি সারাবিশ্বে বিশেষভাবে পরিচিত। সেই পরিচিতি ধরে রাখতে যত রকমের চ্যালেঞ্জ মোকাবেলা দরকার, তা আমরা করতে বদ্ধ পরিকর'।

আসালের জাতীয় প্রেসিডেন্ট মাফ মিসবাহ ৩ আগস্ট রাতে ক্ষোভের সাথে বলেন, 'আমেরিকার স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাচ্ছে ট্রাম্পের ক্ষেত্রে। তার প্রতিষ্ঠানকে লোকসানের অজুহাত দেখিয়ে দেউলিয়া ঘোষণা করেছেন মোট ৬ বার। আর খেসারত দিতে হয়েছে ওইসব প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারি আর পন্য সরবরাহকারিদেরকে।'

মাফ মিসবাহ উল্লেখ করেন, 'নভেম্বরের নির্বাচনে ট্রাম্প যদি জয়ী হন তাহলে এই 'ট্রাম্প তাজমহল ক্যাসিনো'র বর্তমান মালিক কার্ল আইকানকে তিনি বানাবেন অর্থমন্ত্রী। এ ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন। ন্যায্য পারিশ্রমিক আর হেলথ ইন্স্যুরেন্সের দাবিতে ধর্মঘটে যাওয়া শ্রমিকদের পেটে যিনি লাথি মারেন, সেই ব্যক্তি কর্তৃক আমেরিকার কতটা মঙ্গল হবে, সেটি বলার অপেক্ষা রাখে না।' -এনআরবি নিউজ
০৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে