নিউজ ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বাজারে পদ্মার একটি দুই কেজির বেশি বিশাল ইলিশ মাছ ৬ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি স্থানীয় এক জেলের কাছ থেকে কিনে ঢাকার এক ব্যক্তির কাছে ওই দামে বিক্রি করেন। সকাল নয়টার দিকে দৌলতদিয়ার পদ্মা নদীতে গোপাল হালদার নামের এক জেলের জালে ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ধ'রা পড়ে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, রোববার সকাল নয়টার কিছু আগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে জাল ফেলেন গোপাল হালদার। এ সময় জাল তুলে দেখেন, দুটি ইলিশ মাছ ধ'রা পড়েছে। যার মধ্যে একটির ওজন ছিল প্রায় ২ কেজি ২০০ গ্রাম। আরেকটি ইলিশের ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রামের কাছাকাছি।
জানা গেছে, মাছটি পেয়ে দ্রুত আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। স্থানীয় কেছমত মোল্লার আড়তে মাছ দুটি নিলামে তুললে ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ দুটি কিনে নেন। ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশটি তিনি কেনেন ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫ হাজার ৭০০ টাকায়। আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি কেনেন ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১ হাজার ৬৯০ টাকায়। পরে তিনি এটি ঢাকায় এক বড় ব্যবসায়ীর কাছে বড় ইলিশটি ৩ হাজার টাকা কেজি দরে ৬ হাজার ৬০০ টাকায় আর ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি ১ হাজার ৫০০ টাকা দরে ১ হাজার ৯৫০ টাকায় বিক্রি করে ফেলেন।