বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:০৬:৩৮

সেই জন্মান্ধ গফুর মল্লিকের পাশে দাঁড়ালেন তারেক রহমান!

সেই জন্মান্ধ গফুর মল্লিকের পাশে দাঁড়ালেন তারেক রহমান!

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ী জেলার জন্মান্ধ গফুর মল্লিকের (৮০) পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের এই বৃদ্ধ ব্যক্তিটি, জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার সংগ্রামে লড়ছেন। তার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে, তারেক রহমান এই বীর বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় গফুর মল্লিকের সাথে সাক্ষাৎ করতে যাবেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, গফুর মল্লিক জীবনের অধিকাংশ সময় বাসে ও ট্রেনে ফেরি করে নারকেলের নাড়ু, টেস্টি হজমি ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি একাধারে স্বশ্রদ্ধ ব্যক্তি, যিনি কখনোই ভিক্ষা করতে চাননি। বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন এবং শরীরের অধিকাংশ শক্তি হারিয়ে ফেলেছেন। তার স্ত্রীকে নিয়ে সংসার হলেও তাদের কোনো সন্তান নেই। কিন্তু নিজের সম্মান রক্ষার্থে আজও কাজ করে যাচ্ছেন, এমনকি নিজের হাতে তৈরি করা নারকেলের নাড়ু ও বাদাম বিক্রি করেই জীবন ধারণ করতেন।

২০২৩ সালের ২১ মার্চ ‘সংসার চলেনা, তারপরেও ভিক্ষা করেন না’ শিরোনামে সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে গফুর মল্লিকের কষ্টের জীবন নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরপর তার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং কন্টেন্ট ক্রিয়েটর মুন্সী এনায়েত তার কাহিনী নিয়ে একটি ভিডিও তৈরি করেন, যা ৪০ মিলিয়ন ভিউ অর্জন করে। এরপর দেশের নানা প্রান্ত থেকে আর্থিক সহায়তা প্রাপ্তি হয় এবং বাদাম বিক্রি পেশা থেকে অবসর নেন গফুর মল্লিক।

এছাড়া, ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের ব্যাপারে আরও বিস্তারিত জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে