সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ১১:০৯:২৬

পদ্মায় ধরা পড়লো ২৯ কেজির মাছ

পদ্মায় ধরা পড়লো ২৯ কেজির মাছ

রাজবাড়ী থেকে : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ৬নং ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার ভোরে জেলে মো. জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে মো. জয়নাল সরদার সকালে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে গেলে সেখান থেকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। জেলে জয়নাল সরদার বলেন, রোববার মাঝ রাতে ওই এলাকায় কয়েকজন মিলে জাল ফেলে বসে থাকি। 

মাঝরাত পার হলে ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে দেখতে পাই ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে জয়নাল সরদারের কাছ থেকে ২৯ কেজি ওজনের জীবিত মাছটি এক হাজার ৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকা দিয়ে কিনে নেই। 

এরপর ঢাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে হাবিব নামে এক ব্যক্তির কাছে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করেছেন বলে তিনি জানান। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, এবারের মৌসুমে ইলিশ মাছের আকাল থাকলেও বিভিন্ন প্রজাতির বড় বড় মাছের দেখা মিলছে। সেগুলো প্রায় প্রতি দিনই ধরা পড়ছে বলে জানান এই কর্মকর্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে