রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে গুরুদেব হালদার নামে এক জেলের জালে ১৪ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়ে। ওই মাছটি ২ হাজার ৫৫০ টাকা দরে কেজি কিনে নেয় এক ব্যবসায়ী।
মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১১ টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে গুরুদেব হালদার জাল ফেললে ওই সময় তার জালে ধরা পড়ে মাছটি।
স্থানীয় মাছ ব্যবসায়ী ছেকেন আলী জানান, পরে মাছটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৭৫০ টাকায় দিয়ে কিনে নেয়। এরপর বেশি লাভের আশায় ঢাকায় মাছটি পাঠিয়েছেন।