রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে আজ সোমবার স্থানীয় জেলে নিমাই হালদারের জালে ধরা পড়ে সাড়ে ১৩ কেজি ওজনের দুটি পাঙ্গাশ। পরে দুপুরের দিকে মাছ দুটি তিনি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার চান্দু মোল্লার মাছের আড়তে নিয়ে যান। সেখানে এক হাজার ৪০০ টাকা কেজি দরে ওই মাছ দুটি বিক্রি করেন ওই জেলে।
ক্রেতা চান্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মা নদীর এমন পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশি। জেলের কাছ থেকে ১৮৯০০ (আঠার হাজার নয় শ) টাকায় কিনে সামান্য লাভ রেখে আমি ওই দুটি পাঙ্গাশ ঢাকা শহরের একজন শৌখীন মাছ ক্রেতার কাছে বিক্রি করেছি।