রাজবাড়ি থেকে : রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলায় দেশের বৃহত্তম যৌনপল্লীতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করে আলম মন্ডলের লন্ড্রির দোকান থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধসহ আলম মন্ডলকে আটক করে।
আলম মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মাধবলক্ষীকোল এলাকার বাসিন্দা। পরে আলম মন্ডলকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার মোবাইল কোর্ট পরিচালনা করে করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ফরিদপুর র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এখবর নিশ্চিত করেছেন।
খোরশেদ আলম বলেন, দেশব্যাপী র্যাবের বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ-২০২১ পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে র্যাব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধসহ এক ব্যক্তিকে আটক করে। পরে নির্বাহী ম্যাজেস্ট্রেটের মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে র্যারেব একটি দল রাজবাড়ী পৌরসভা এলাকায় নূর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, সাদিক ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, রাফি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. বাদল শিকদার, জেলা স্যানেটারি ইন্সেপেক্টর সূর্য কুমার প্ররামাণিক সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।