শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৯:৩৯

স্কুলটিতে কালও ক্লাস হয়েছিল, আজ নদী গর্ভে!

স্কুলটিতে কালও ক্লাস হয়েছিল, আজ নদী গর্ভে!

রাজবাড়ী থেকে : পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। শুক্রবার বিকালেও রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরসিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান জানিয়েছেন, বৃহস্পতিবারও এই বিদ্যালয় ভবনে শিক্ষার্থীরা ক্লাস করেছে। আর সেই ভবনটি কয়েক ঘণ্টার মধ্যেই নদীতে বিলীন হয়ে গেছে। গত কয়েক বছর বেশ কয়েকটি বিদ্যালয় ভবন, হাজারো ঘরবাড়ি এভাবেই নদী গর্ভে হারিয়ে গেছে।

তিনি আরো জানান, নদীর পানি কমে যাওয়া তীব্র স্রোত দেখা দিয়েছে। যে কারণে তার ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ফের ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যেই নদী তীর রক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান ধসে গেছে। বিষয়টি তারা ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে