বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ০১:৩২:৫৯

আগের সেই চিরচেনা রূপ আর নেই, ফেরিঘাট ফাঁকা

আগের সেই চিরচেনা রূপ আর নেই, ফেরিঘাট ফাঁকা

রাজবাড়ী থেকে: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদের ছুটির পর ঢাকাগামী মানুষের আগের মতো চাপ নেই। একইসঙ্গে কোনো সিরিয়াল না থাকায় স্বস্তিতেই ফেরিতে করে নদী পার হতে পারছে ঢাকাগামী যানবাহন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ঈদের পঞ্চম দিনে আজ বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকা ফাঁকা রয়েছে। 

ঢাকাগামী মানুষের তেমন কোনো চাপ নেই ঘাটে। একইসঙ্গে ঢাকামুখী যানবাহনের কোনো সিরিয়াল নেই। তবে এরই মধ্যে যাত্রী ও যানবাহনগুলো ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পারছে। 

ঢাকাগামী নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় অনেকে সড়ক পথে ঢাকায় ফিরছেন। তবে ফেরিতে আগের মতো মানুষ ও গাড়ি নেই। আমি শখ করেই ফেরি পার হয়ে ঢাকা যাচ্ছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাট এলাকা ফাঁকা রয়েছে। যানবাহনেরও তেমন কোনো চাপ নেই। তবে ২১টি ফেরির মধ্যে ছোট-বড় আটটি ফেরি সচল রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে