এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১০ কিলোমিটার উজানে আরিচা ঘাটের কাছে পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পাবনার জেলেদের জালে মাছটি ধরা পড়ে। দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা কাতলটি কিনে অন্যত্র বিক্রি করেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার জেলে জামাল প্রামাণিক ও তার লোকজন নৌকা নিয়ে মাছ শিকারে বের হন। মানিকগঞ্জের আরিচা ঘাটের কাছাকাছি এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক কাতল মাছ।
পরে তারা মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটের মমিন মণ্ডলের আড়তে নেন। সেখানে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, ‘২৬ কেজি ওজনের এত বড় কাতল মাছ এ মৌসুমে কম ধরা পড়েছে। মাছটি মমিন মণ্ডলের আড়তে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকা দিয়ে আমি কিনি। পরে এক হাজার ৭০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ২০০ টাকায় কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছি।’