আহত যুবককে গুরুত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের নাম রিপন মণ্ডল (২২)। তার পিতার নাম মোহন মণ্ডল। বাড়ি জেলার গোয়ালন্দের দৌলতদিয়া বাজার এলাকায়।
দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল জানান, নিহত রিপন মণ্ডল সম্পর্কে আমার ভাতিজা। রিপন ঢাকার নর্থসাউথ ইউনিভার্সিটিতে এলএলবিতে পড়াশোনো করে। সে গত শনিবার রাতে নিষিদ্ধ পল্লীর এক কর্মীর ঘরে অবস্থান করে।
তিনি জানান, রাত সাড়ে ৩ টার দিকে তার মোবাইল ফোনে কে বা কারা তাকে ফোন দেয়। রিপন নিষিদ্ধ পল্লীর ঘর থেকে বের হয়ে পল্লীর কল্পনা বাড়িওয়ালীর বাড়ির সামনে গেলেই দুর্বৃত্তরা তাকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত হয় জেলার গোয়ালন্দের দৌলতদিয়া বাজার এলাকার কাদের সেখের ছেলে ফরিদ সেখ (২৩) তাকে। গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ থানার ওসি আব্দুল খালেক জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ পল্লীতে ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
৬ সেপ্টেম্বর২০১৪/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর