বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ০২:৪০:৪৯

রাজশাহীর স্টেডিয়ামে দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বৃষ্টির প্রার্থনা

রাজশাহীর স্টেডিয়ামে দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বৃষ্টির প্রার্থনা

এমটিনিউজ২৪ ডেস্ক : গরম থেকে পরিত্রাণ পেতে রাজশাহীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বৃষ্টির প্রার্থনা করেছেন তারা।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজশাহী তেরখাদিয়া শহীদ এএইচএম কামরুজ্জামান স্টেডিয়াম মাঠে এ ইসতিসকার নামাজ আদায় করা হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখা এ নামাজের আয়োজন করে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন হামিদী এতে ইমামতি করেন।

নামাজ শেষে তিনি বলেন, আমাদের কোনো ব্যক্তিগত কারণ না, এখানকে বৃষ্টির জন্যই নামাজ পড়া হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এ নামাজ পড়েছি। পাশাপাশি আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি।

ইমাম আরও বলেন, দুই রাকাত নামাজ শেষে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে। এতে দুশতাধিক মুসল্লি অংশ নেন। বৃহস্পতিবার ও পরবর্তীতে আবারো এই নামাজ আদায় করা হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে