সোমবার, ০১ মে, ২০২৩, ০৩:০২:০৪

অল্প সময়ে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

অল্প সময়ে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাজশাহী : রাজশাহীতে মাত্র ৪৪ মিনিটে ১৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অল্প সময়ে রাজশাহীতে এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে বৃষ্টি শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত থাকে। এছাড়া পরের এক ঘণ্টায় আরও ৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

এনিয়ে সন্ধ্যা ৬টা ১৬ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত এক ঘণ্টা ৪৪ মিনিটে রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে মোট ২০ মিলিমিটার। এছাড়া বৃষ্টির সময় রাজশাহীতে দমকা হাওয়া বয়েছে। যার বেগ ছিল ঘণ্টায় ১৯ নটিক্যাল মাইল।

জানা গেছে, বিকেলের দিকে হঠাৎ রাজশাহীতে মেঘের সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করে। তার কিছুক্ষণ পড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মুষলধারে বৃষ্টিপাতে রূপ নেয়। এই বৃষ্টিপাতে অনেকেই আটকা পড়ে দোকানপাট ও বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নেন।

তাদের মধ্যে একজন নির্মাণ শ্রমিক আশরাফুল ইসলাম। তিনি বলেন, রাজশাহীর কোর্ট এলাকায় নির্মাণের কাজ করছিলাম। সোমবার কাজে আসব না, মে দিবস। তাই বেশি সময় ধরে কাজটা শেষ করলাম। এই বৃষ্টিতে ভিজলে অসুস্থ হওয় যাওয়ার সম্ভাবনা বেশি। তাই দোকানের পাশে ছাউনিতে আশ্রয় নিয়েছি।

ব্যাটারিচালিত অটোরিকশা চালক মশিউর রহমান বলেন, সারাদিন গাড়িটা ভালোই চলছিল। বৃষ্টির পানি কারণে গিয়ারে ঢুকে গেছে। তাই গিয়ার আর কাজ করছে না। গাড়ি ধাক্কা দিয়ে আনতে গিয়ে ভিজে গেছি। বৃষ্টির পরে মেরামতের জন্য নিয়ে যাব গ্যারেজে।

রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রেজয়ানুল হক বলেন, প্রতি ঘণ্টায় বৃষ্টি পরিমাপ করা হয়। আকাশে মেঘ রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৮১ শতাংশ।

তিনি আরও বলেন, গত ২৪ এপ্রিল রাজশাহীতে কয়েক দফায় ৩৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তার দুই দিন পরে রাজশাহীর পবা, মোহনপুর, দুর্গাপুর, পুঠিয়ায় ঝোড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হয়। তবে রাজশাহী  আবহাওয়া পর্যবেক্ষণাগার এলাকায় বৃষ্টিপাত হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে