এমটিনিউজ ডেস্ক: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেছেন, রাজশাহী মহানগরীতে হেলমেট ছাড়া আর কোনো মোটরসাইকেল চলতে দেওয়া হবে না। ইতোমধ্যে মহানগরীর পেট্রলপাম্পগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে হেলমেট ছাড়া তেল না দিতে। আপনার এবং আপনার সন্তানদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতেই এ কার্যক্রম শুরু করেছি।
বুধবার বেলা ১১টায় ট্রাফিক আইন প্রতিপালন সংক্রান্ত এক সভায় তিনি এসব বলেন।
আরএমপি কমিশনার বলেন, ঢাকার প্রতিটি মোটরসাইকেলচালক ও পেছনের যাত্রীরা হেলমেট নিয়ে চলাচলে অভ্যস্ত। ঢাকার বিপুলসংখ্যক মানুষ যদি হেলমেটে অভ্যস্ত হতে পারেন, তা হলে রাজশাহীর ৫-৬ লাখ মানুষ কেন পারবেন না। হেলমেট নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য জরুরি। ‘নো হেলমেট নো ফুয়েল’ এই কার্যক্রম প্রথমে ঢাকায় শুরু হয়ে সফল হয়েছে। আমার ধারণা রাজশাহীতেও সফল হবে।
পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার আরও বলেন, এই অভিযান শুরু হয়েছে এটা নাগরিকদের শৃঙ্খলা ও সড়ক নিরাপদ রাখার জন্য। আপনারা সচেতন হলে এবং সহযোগিতা করলে এই শহর হবে নিরাপদ। আগামী দিনে এ সচেতনতা কার্যক্রম স্কুলে চালু করব। সপ্তাহখানেকের মধ্যে আমাদের অফিসাররা শিক্ষার্থীদের রাস্তায় চলাচল ও ট্রাফিক আইন বিষয়ে সচেতন করার জন্য কাজ শুরু করবেন।
অভিভাবকদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, আপনার সন্তানদের ১৮ বছরের আগে মোটরসাইকেল কিনে দিচ্ছেন তা ঠিক না। হেলমেট ছাড়া বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছে তা ঠিক না। আপনার সন্তানদের জন্য আপনাদের মায়া থাকতে হবে। রেজিস্ট্রেশন ছাড়াও সড়কে মোটরসাইকেল না চালাতে দেওয়ার কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, ট্রাফিক পুলিশের উপকমিশনার অনির্বাণ চাকমাসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।