এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেওয়াল লিখন ও পোস্টারিং করেছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত কয়েকটি ছবি পোস্ট করা হয়।
ছবিগুলোর ক্যাপশনে লেখা রয়েছে, ‘রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজের বিভিন্ন স্থানে দেয়াল লিখন কর্মসূচি’। পোস্ট করা ছবিতে লেখা দুটি পোস্টার টানানো দেখা যাচ্ছে। যাতে লেখা রয়েছে, ‘শেখ হাসিনাতেই আস্থা; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’। দেওয়ালে লেখা হয়েছে, ‘জয় বাংলা, ইউনুস হটাও, হাসিনা আসবে’, রাশিক দত্ত, রাজশাহী কলেজ বিএসএল’।
এ ব্যাপারে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, রাজশাহী কলেজের ছাত্রসমাজ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছে, নিষিদ্ধ ও বিতর্কিত সংগঠন রাজশাহী কলেজ ছাত্রলীগ রাতের অন্ধকারে দেয়াল লিখনের মাধ্যমে ক্যাম্পাসকে অশান্ত করার অপচেষ্টা করছে। রাজশাহী কলেজ ছাত্রদল দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, রাজশাহী কলেজ ছাত্রলীগ কোনো বৈধ ছাত্রসংগঠন নয়, তারা অবৈধভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাতের আঁধারে দেয়াল লিখনের মতো নোংরা কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে, তারা জনসমর্থন হারিয়ে এখন ভয়ভীতির পরিবেশ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, আমি একটা মিটিংয়ে আছি। ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নেব এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।