‘পাকিস্তানের ভূমিকা অনেকটা শত্রু রাষ্টেরই মতো’
শেরপুর প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধ ইস্যুতে পাকিস্তান যে ভূমিকা রাখছে তা অনেকটা শত্রু রাষ্টেরই মতো। সরকার নিশ্চয়ই বিষয়টি পর্যালোচনা করছে।
তিনি বলেন, সরকার প্রত্যেক যুদ্ধাপরাধীকে গ্রেফতার এবং তাদের বিচারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গবন্ধুর শাসনামলে ১৯৭২ সালে সাড়ে বার হাজার অভিযুক্ত যুদ্ধাপরাধীর যে তালিকা হয়েছে, যারা হত্যা-লুটতরাজ চালিয়েছিল তাদের প্রাথমিকভাবে গ্রেফতার ও বিচারের আওতায় আনা যেতে পারে।
শুক্রবার দুপুরে শেরপুর জেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলনে যাওয়ার আগে শেরপুর সার্কিট হাউজে সাংবদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি ও জাসদ কার্যকরী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন প্রমুখ।
৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�