এমটিনিউজ২৪ ডেস্ক : শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন বিএনপির ২৪ জন নেতা-কর্মী ও সমর্থককে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী ফয়জুর রহমান ফিরোজ। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি খাদিমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা পৌর জামায়াতের সহ-সভাপতি হুমায়ূন কবির, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. সাইদুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতারা।
ফয়জুর রহমান ফিরোজ যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল, যেখানে যোগ দেওয়ার মাধ্যমে কেবল রাজনৈতিক নয়, বরং ধর্মীয় দায়িত্বও পালনের সুযোগ তৈরি হয়। যোগদানকারীরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও জামায়াতের দেশপ্রেমমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই তারা এই দলে যোগ দিয়েছেন।
জামায়াতের নকলা উপজেলা আমীর গোলাম সারোয়ার জানান, নতুন যোগদানকারীরা গত দুই মাস ধরে সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তাদেরকে প্রাথমিক বইপত্র দেওয়া হয়েছিল এবং সেগুলো অধ্যয়ন শেষে তারা সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। ধাপে ধাপে তারা কর্মী এবং পরে পূর্ণ সদস্যপদে উন্নীত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।