শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৭:৪২

মামা-ভাগ্নের লড়াই

মামা-ভাগ্নের লড়াই

শেরপুর প্রতিনিধি : লড়াই করছেন মামা আর ভাগ্নে। বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর এ লড়াই। ঘটনাটি শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে। মেয়র পদে মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের মো. মোখলেছুর রহমান তারা ও বিএনপির মো. হাফিজুর রহমান লিটন। তারা সম্পর্কে দুজন মামা-ভাগ্নে। গতকাল বৃহস্পতিবার নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপি প্রার্থী মোখলেছুর রহমান নকলা পৌরসভার বর্তমান মেয়র এবং নকলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তার ভাগ্নে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাফিজুর রহমান নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নকলা হাজী মামুদ কলেজের প্রভাষক। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। মোখলেছুর রহমান ও হাফিজুর রহমান ছাড়াও নকলা পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন নূ-রে আলম সিদ্দিকী উত্পল, মো. শফিউল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক আকন্দ, আনোয়ারুল ইসলাম ও আমির উদ্দিন। এদের মধ্যে শফিউল বর্তমানে প্যানেল মেয়র। বাকিরা স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। মেয়র পদে সাতজন প্রার্থী হলেও মামা-ভাগ্নের মধ্যে লড়াই হবে বলে এলাকাবাসী জানিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ। কে পরবে জয়ের মালা তা দেখার অপেক্ষায় পৌরবাসী। ৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে