শেরপুর: আসন্ন এইচএসসি পরীক্ষাতে প্রশ্ন ফাঁসের কোন সম্ভবনা বা সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বিকালে শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোণা রাজলক্ষি উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপন অনুষ্ঠানের প্রধান অথিতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মো. আকরাম হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ওই আসনের এমপি মতিয়া চৌধুরি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. মোফাখ্খরুল ইসলাম ও জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
অনুষ্ঠানে দীপু মনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শুধু অবকাঠামো নয় শিক্ষা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনা হবে। আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু শিক্ষা ও বিজ্ঞান নয়, শিক্ষার্থীদের মানুষিকভাবে সমৃদ্ধ হতে হবে। পরিবর্তনের জন্য শিক্ষিত তরুণদেরই এগিয়ে আসতে হবে।