নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নকলা উপজেলার চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী উদযাপন অনুষ্ঠানে অংশ গ্রহন করতে নন এসি যাত্রীবাহী একটি সাধারন লোকাল বাসযোগে নিজ নির্বাচনী এলাকায় এসে কৃষি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আবারো প্রমান করলেন তিনি সত্যিই জাতির আদর্শ। তিনি শনিবার সকালে ওই বিদ্যালয়ের শতবর্ষী উদযাপন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।
অন্যান্যদের মতো সরকারী গাড়ি দিয়ে নিজ নির্বাচনী এলাকায় আসার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও, তিনি ওই সুযোগকে কাজে না লাগিয়ে সাধারন বাসযোগে বৃহস্পতিবার শেষ রাতে নকলায় পৌঁছেন। তিনি ইচ্ছা করলে ভালো মানের একটি প্রাইভেটকারেও আসতে পারতেন। কিন্তু তিনি সেটাও করেননি।
সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর এমন ন্যায়পরায়নতা, সততা, নির্লোভ, মহামানবতা ও নিরঅহংকারী ঘটনার চিত্র এটাই প্রথম নয়। এর আগে সাধারন নারী ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তিনি আদর্শ নেতার মডেলে পরিণত হয়েছিলেন। ওই দিন তাঁর ভোট দেওয়ার চিত্র বিভিন্ন কাজের উদাহরণ হিসেবে অনেকে ব্যবহার করেন।