শেরপুর থেকে : শেরপুরের শ্রীবরদী সীমা'ন্তে ভারতীয় সীমা'ন্তর'ক্ষী বাহি'নীর (বিএসএফ) গু'লিতে দুই বাংলাদেশি যুবক নি'হ'ত হয়েছেন। আজ সোমবার ভোরে এই ঘট'না ঘটে। এদের মধ্যে একজনের ম'রদে'হ সকালে আর অপর জনের বিকেলে উ'দ্ধা'র করা হয়।
দুই যুবক হলেন, উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের মেঘাদল (বকুলতলা) গ্রামের মো. উকিল মিয়া (২৫) ও মাটিফাটা গ্রামের খোকন মিয়া (২৫)। ব'র্ডার গা'র্ড বাংলাদেশের (বিজিবি) ক'র্ণঝো'রা সীমা'ন্ত ফাঁ'ড়ির সদস্যরা জানিয়েছেন, উকিল মিয়া কলেজ শিক্ষার্থী আর খোকন ব্যবসা করেন। তারা দুজন বন্ধু।
বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে উকিল মিয়া শ্রীবরদীর সীমা'ন্তব'র্তী বাবেলাকোনা গ্রামের ক্ষু'দ্র জা'তিসত্তা'র এক মেয়েকে বিয়ে করেন। মাঝেমধ্যে তিনি ওই গ্রামে যেতেন। আজ ভোরে উকিল ও তার বন্ধু খোকন এই সী'মা'ন্তের ওপা'রে চ'লে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ল'ক্ষ্য করে গু'লি ছু'ড়ে। এতে দুজনই গু'লিবি'দ্ধ হন।
স্থানীয়দের ভাষ্য, এই দুই যুবক ভু'লে ওপারে চ'লে যান। গু'রুত'র আ'হ'তাবস্থায় উকিল সীমানা পিলারের ২৫০ গজ অভ্যন্তরে শ্রীবরদীর পানবাড়ি এলাকায় চলে আসেন এবং সেখানেই মা'রা যান। পরে সকালে বিজিবির ক'র্ণঝো'রা সীমা'ন্ত ফাঁ'ড়ির সদস্যরা তার লা'শ উ'দ্ধার করেন।
অপরদিকে গু'লিবি'দ্ধ খোকন সীমানা পিলারের অদূ'রে ক'র্ণঝো'রা নদীতে পড়ে মা'রা যান। বিকেল তিনটার দিকে ওই নদী থেকে খোকনের লা'শ উ'দ্ধা'র করে বিজিবি। এ সময় শ্রীবরদী থানার পুলিশও ঘট'না'স্থ'লে যায়।
বিজিবির ক'র্ণঝো'রা সীমা'ন্ত ফাঁ'ড়ির কোম্পা'নি কমা'ন্ডার খন্দকার আবদুল হাই বলেন, প্রাথমি'কভাবে ধারণা করা হচ্ছে, সীমা'ন্তের শূ'ন্যরে'খার ওপা'রে চলে যাওয়ার কারণেই বিএসএফ তাদের ল'ক্ষ্য করে গু'লি ছো'ড়ে। এ ব্যাপারে মেঘালয় রাজ্যের তুরা জেলার রিংখিংপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমা'ন্ডারের সঙ্গে তারা পতাকা বৈঠক করে প্র'তিবা'দ জানিয়েছেন।
সিঙ্গাবরুণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, এই দুই যুবকের নি'হ'তের বিষয়টি দুঃ'খজ'নক। তিনি এমন পরি'স্থি'তিতে গু'লি না করে সে দেশের প্রচলিত আইনে বি'চার করার জন্য বিএসএফ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।