বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ১১:০৬:৫৯

মাছটি দেখতে উৎসুক জনতা হুমড়ি খেয়ে পড়ে

মাছটি দেখতে উৎসুক জনতা হুমড়ি খেয়ে পড়ে

শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরের বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার সকালে ৬৫ কেজি ওজনের বাঘা আইড় মাছ বিক্রির জন্য আনা হয়। মাছটি দেখতে উৎসুক জনতা হুমড়ি খেয়ে পড়ে।

জানা যায়, বগুড়ার ধুনটের গোসাইবাড়ি এলাকার যমুনা নদী থেকে স্থানীয় জেলেরা মঙ্গলবার রাতে মাছটি ধরে। পরে পাইকারি মাছ বিক্রেতা ইসমাইল হোসেন ওই বাঘা আইড়টি কিনে নেন এবং বিক্রির জন্য আজ বুধবার সকালে শেরপুর পৌর শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসেন।

মাছটি দেখতে উৎসুক জনতা হুমড়ি খেয়ে পড়ে। মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে বিক্রির জন্য দাম চাওয়া হয়। মাছ ক্রেতা এরশাদ হোসেন বলেন, মাছের দাম বেশি হলেও এত বড় মাছ কিনতে পেরে আমি খুশি হয়েছি। মাছ বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, দাম ভালো পাওয়ার আশায় অন্য কোথাও না নিয়ে শেরপুরে মাছটি নিয়ে এসেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে