বুধবার, ০৪ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৬:৩৪

ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেফতার সাব-রেজিস্ট্রার

ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেফতার সাব-রেজিস্ট্রার

শেরপুর : শেরপুরের শ্রীবরর্দী উপজেলার সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়াকে ঘুষের টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সাব-রেজিস্ট্রার অফিস কার্যালয় থেকে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ ও দুনীতির অভিযোগ ছিল দুদকের কাছে। আজ দুপুর থেকে (এই জেলার দায়িত্বে থাকা টাঙ্গাইল অঞ্চলের) দুদকের সহকারী পরিচালক আতিকুল আলমের নেতৃত্বে উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে একটি দল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে হানা দেয়। 
শেষমেষ বিকালে ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার আব্দুর রহমানকে গ্রেফতার করে দুদক টিম। 

ঘটনাস্থলে উপস্থিত থাকা দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের জানান, আব্দুর রহমানের কাছ থেকে ঘুষের ৯৫ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। বর্তমানে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।-বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে