নিউজ ডেস্ক: আওয়ামী লীগ নেত্রী কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘শেখ হাসিনা আকাশে স্যাটেলাইট উড়িয়েছেন। চাঁদে যাওয়ার জন্য আমরা স্লট চেয়েছি, বুকিং দিয়েছি। আমরা হয়তো যাব না, কিন্তু ওই চাঁদে তোমরাই যাবে, এ চাঁদমুখের বাচ্চারাই যাবে। সে দিনের আশায় মন দিয়ে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মাঝে কম্বল ও প্রণোদনার অর্থ বিতরণ অনুষ্ঠান এবং গরিবদের মধ্যে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬০টি মসজিদে ১০ হাজার করে টাকা, ব্যক্তিগত তহবিল থেকে মাধ্যমিক ও দাখিলের ৪৭৬ জন শিক্ষার্থীর মাঝে ৫শ’ টাকা করে প্রণোদনার অর্থ এবং প্রাথমিক ও এবতেদায়ির শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে দুই হাজার ৬শ’ কম্বল বিতরণ করেন।