শেরপুর : শেরপুরে করোনা মুক্ত ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন জেলা হাসপাতালের আইসোলেশনে থাকা ২ নারী। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। তারা হলেন- সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের শাহিনা আক্তার (৩২) এবং সাতানি-শ্রীবরদী এলাকার বাসিন্দা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া খোদেজা বেগম (৫০)। ছাড়পত্র পাওয়া এ দুইজন জেলায় প্রথম করোনা আক্রা'ন্ত শনা'ক্ত ছিলেন।
সিভিল সার্জন ডা. এ.কে.এম আনওয়ারুর রউফ দুইজনের ছাড়পত্র দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে থাকার সময় তাদের পর পর দুইবার নমুনা পরীক্ষায় করোনা ফল নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তারা এখন করোনামুক্ত এবং সুস্থ রয়েছে। তিনি আরো জানান, গত ৫ এপ্রিল নমুনা পরীক্ষায় তাদের করোনা সং'ক্রমণ ধ'রা পড়েছিল। ওই দিনই তাদেরকে জেলা হাসপাতালের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।