বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১১:০১:০৫

সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

শেরপুর: শেরপুরের শ্রীবরদীর ভারতীয় সীমান্ত থেকে মাহবুবুর রহমান বিপ্লব (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা ১ নম্বর সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বলে জানা গেছে। বিপ্লব ওই ইউনিয়নের কর্ণঝোড়া এলাকার বাসিন্দা।

বিপ্লবের বাবা হারুন মিয়া বলেন, ‘সকালে আমার ছেলে কয়েকজন দিনমজুরকে নিয়ে ভারতীয় সীমান্তে কাকরলের সবজি ক্ষেতে কাজ করছিল। হঠাৎ বিএসএফ এসে আমার ছেলেকে আটক করে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা বিজিবিকে সংবাদ দিলে তারা বিএসএফর সঙ্গে কথা বলে কিন্তু আমার ছেলেকে তারা ফেরত দেয়নি।’

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, ‘আমরা শুনেছি বিপ্লব নামে একজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।’

বিজিবির পক্ষ থেকে সুনির্দিষ্ট বা রেকর্ড কোন বক্তব্য না পাওয়া গেলেও নাম না প্রকাশ করার শর্তে বিজিবির এক কর্মকর্তা জানান, ময়মনসিংহের অধীনে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএসএফর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। পরে সাংবাদিকদের সব তথ্য দেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে