সারাদেশে হচ্ছে প্র'বল বৃষ্টি, কোথাও থে'মে থে'মে কোথাও আবার ভারী ব'র্ষণ। শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় হঠাৎ এই টানা ভা'রী ব'র্ষণে তলিয়ে গেল গ্রামের পর গ্রাম। এখন পর্যন্ত উপজেলার ৩০টি গ্রামের নিম্নাঞ্চল প্লা'বিত হয়েছে।
আজ বুধবার (৩০ জুন) বিকেল পর্যন্ত ব'র্ষণ অব্যাহ'ত থাকায় ও কালাঘোষা, সোমেশ্বরি ও মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লা'বিত হচ্ছে।
এদিকে স্থানীয়রা জানান, টা'না বর্ষ'ণ আর পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরি ও মহারশি নদীর পানির তোড়ে শ্রীবরদী ও ঝিনাইগাতীর উপজেলা সদর বাজারসহ ৩০টি গ্রাম প্লা'বিত হয়েছে। পানির স্রোতে দিঘিরপাড় অংশের শহর র'ক্ষা বাঁ'ধ ভে'ঙে পানি নিম্নাঞ্চ'ল প্লা'বিত হয়েছে। এতে গৃহব'ন্দি হয়েছে শতশত পরিবার। ব্যহত হচ্ছে ঝিনাইগাতী উপজেলার কয়েকটি অফিসের দা'প্তরিক কার্যক্রম।