সোমবার, ০৬ ডিসেম্বর, ২০২১, ০৮:২১:৪২

দরজা কেটে বের করা হলো ২ চালককে, বিএনপি নেতাসহ আহত ১৫

দরজা কেটে বের করা হলো ২ চালককে, বিএনপি নেতাসহ আহত ১৫

ঢাকায় বিএনপির মানববন্ধন কর্মসূচিতে যাওয়ার পথে বগুড়ার শেরপুরে বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘ'র্ষে বিএনপি সমর্থিত আট সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার রাত ১১টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দু'র্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ট্রাক ও মাইক্রোবাস কে'টে দুই চালককে উ'দ্ধার করেছে। আহতদের মধ্যে এক বিএনপি নেতাকে বগুড়া ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকার কর্মসূচিতে অংশ নেন।

এদিকে দু'র্ঘটনায় দু'মড়ে-মু'চড়ে যাওয়া ট্রাক, বাস ও মাইক্রোবাস মহাসড়কের মধ্যে আড়াআড়িভাবে উল্টে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের উভয়পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজু'ড়ে তী'ব্র যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে দু'র্ঘটনা ক'বলিত গাড়িগুলো অপসারণ করলে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশের শেরপুর ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, গাড়ি কে'টে দুর্ঘটনায় আহ'ত শুধু দুই চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্প'টে কাউকে পাওয়া যায়নি; তাই তাদের রেক'র্ডে আহ'তের সংখ্যা দুইজন। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, আহতের সংখ্যা ১৫ জন।

হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম দুর্ঘ'টনার পরপরই ‘আহ'তরা’ চলে যান। মাইক্রোবাস ও ট্রাক কে'টে দুই চালককে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, স্পট ও হাসপাতালে কাউকে না পাওয়ায় তাদের হিসাবে আহ'তের সংখ্যা দুইজন। দুর্ঘটনার পরে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নি'ত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে