শুক্রবার, ১৭ জুন, ২০২২, ১১:০৫:০৪

শেরপুরে পানির নিচে ৪০ গ্রাম

শেরপুরে পানির নিচে ৪০ গ্রাম

এমটি নিউজ ডেস্ক : টানা দু'দিনের প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদীর নিম্নাঞ্চলের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধলাখ মানুষ। পানিতে ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ঝিনাইগাতী হতে ভায়াডাঙা পাকা সড়ক। এ ছাড়াও পানিতে ডুবে গেছে বিভিন্ন রাস্তা ও মৎস্য প্রজেক্টসহ হাজারো একর জমির ফসল।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় প্রবল বর্ষণ। সেই সাথে বাড়তে থাকে শ্রীবরদী ও ঝিনাইগাতীর উপজেলার সোমেশ্বরী, মহারশী ও ভোগাই নদীর পানি। শুক্রবার সকাল থেকে পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় নিম্নাঞ্চলের ৪০টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধলাখ মানুষ।

পানিবন্দি অনেকে গরু, ছাগল ও হাস-মুরগি নিয়ে পড়েছেন চরম বিপাকে। অনেক পরিবারের চুলায় পানি ওঠায় রান্না করতে না পেরে অনাহারে দিন কাটাচ্ছেন। লোকজন জানায়, এখন পর্যন্ত তারা সরকারি কোনো সহায়তা পায়নি।

পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হবে। চরম বিপর্যয়ের শিকার হতে পারে লক্ষাধিক মানুষ।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার জানান, এ পর্যন্ত ১২ হেক্টর জমির আমন ধানের বীজতলা, ১৯ হেক্টর জমির আউস ধানের ক্ষেত ও ২৩ হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, 'পানি কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত। '

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে