নাজমুল হাসান রাজু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ২২ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন বঞ্চিতরা উপজেলা বিএনপির কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাংচুর করেছে। একই সময়ে উপজেলার নলজোরা বাজারে রাজনগর ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত অপর চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা স্থানীয় আহবায়ককে অবরোধ করে ঘুষের টাকা আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে পৃথক এ ঘটনা ঘটে।
মনোনয়ন বঞ্চিতরা জানান, গত ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন ঢাকায় শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফাহিম চৌধুরীর কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর প্রার্থীতা চূড়ান্ত করা হয় এবং ওই রাতেই বিএনপির গুলশান অফিসে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। এ সময় বিভিন্ন সূত্রে চূড়ান্ত তালিকায় থাকাদের নাম প্রকাশ হয়ে পড়লে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে ঢুকে ভিতরে থাকা চেয়ার-টেবিল ও বেঞ্চ ভাংচুর করে।
অপরদিকে সন্ধ্যা সাতটার দিকে রাজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে অপর মনোনয়ন প্রত্যাশী হাতেম আলী ও তার সমর্থকরা ইউনয়ন বিএনপির আহবায়ক আমিনুল ইসলামকে নলজোরা বাজারে নির্বাচনী কার্যালয়ে অবরুদ্ধ করে এবং ঘুষের টাকা ফেরত চান। পরে জনবিক্ষোভের মুখে ঘুষের টাকা ফেরত দেওয়া হয়। এসময় সম্ভাব্য মনোনয়ন প্রাপ্ত আতাউর রহমানকে প্রত্যাখ্যান করে নলজোরা বাজারে বিক্ষোভ করে হাতেম আলী সমর্থকরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা একেএম ফসিহুর রহমান ভাংচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস